স্বদেশ ডেস্ক:
বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলায় কত উগ্রপন্থী মারা গিয়েছিল, তা নিয়ে সাবেক পাকিস্তানি কূটনীতিক আগা হিলারির একটি বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসে গত সপ্তাহে। যেখানে তাকে বলতে শোনা যায়, বালাকোট হামলায় ৩০০ উগ্রবাদীর মৃত্যু হয়েছে। একটি সংবাদ সংস্থার খবরের ভিত্তিতে আনন্দবাজার ডিজিটাল-সহ সর্বভারতীয় বহু সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। কিন্তু সোমবার খবরের সত্যতা যাচাইকারী একটি ওয়েবসাইটে জানায়, যে ভিডিওর উপর ভিত্তি করে ওই খবর করা হয়েছে, সেটি বিকৃত করা হয়েছিল।
উল্লেখ্য, ভারত শুরু থেকেই দাবি করে আসছিল যে ২০১৯ সালের ওই হামলায় ৩০০’র বেশি উগ্রবাদী নিহত হয়েছিল। কিন্তু পাকিস্তান বলে আসছিল, ওই হামলায় কেউ নিহত হয়নি। ওই হামলার পর দুই দেশ আকাশযুদ্ধে মুখোমুখি হয়। এতে পাকিস্তানি হামলায় ভারতের অন্তত একটি মিগ জঙ্গি বিমান ভূপাতিত হয়, এর পাইলট পাকিস্তানের হাতে আটক হয়।
সাম্প্রতিক একটি টিভি শোয়ে বলা আগার মন্তব্যকে ওই ভিডিওয় তুলে ধরা হয়েছিল। সংবাদ সংস্থা দাবি করেছিল, ওই কূটনীতিবিদ জানিয়েছেন, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ভোররাতে খাইবার-পাখতুনখোয়ার বালাকোট শহরের অদূরে জৈশ-ই-মোহম্মদের ডেরায় ফেলা ভারতীয় বিমানবাহিনীর মিরাজ-২০০০-এর ‘স্পাইস বোমা’ প্রাণ নিয়েছিল অন্তত ৩০০ জনের। পাকিস্তান সেনাবাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক কূটনীতিকের ওই মন্তব্যের জেরে শোরগোল পড়ে যায়।কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, আঘার মন্তব্য বিকৃত করা হয়েছে। ওই সাবেক পাক কূটনীতিকের আসল নাম জাফর হিলালি। টিভি বিতর্কে তিনি বলেছিলেন, ‘‘ভারত যা করেছিল, তা যুদ্ধের সামিল। সীমানা লঙ্ঘন করে অন্তত ৩০০ জনকে খুন করার উদ্দেশ্য ছিল তাদের।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা