বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

কুকুরের নামে সম্পত্তি উইল

কুকুরের নামে সম্পত্তি উইল

স্বদেশ ডেস্ক:

সাধারণত উত্তরসূরি হিসেবে মা-বাবার সম্পত্তির মালিক হন সন্তানরা। ক্ষেত্রবিশেষে এর ব্যতিক্রম হয়। কিন্তু কুকুর সম্পত্তির ওয়ারিশ হয়েছে- এমন ঘটনা শোনা যায়নি। আশ্চর্য এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। বাড়িওয়ারা গ্রামের বাসিন্দা নারায়ণ ভার্মা সম্পত্তির অর্ধেক কুকুর এবং বাকি অর্ধেক স্ত্রীর নামে উইল করেছেন।

কিন্তু কী এমন ঘটেছে, যার জন্য এমন কা- ঘটালেন নারায়ণ। জানা গেছে, ছেলের ওপর ভীষণ চটে গিয়েই এমনটি করেছেন তিনি। সম্পত্তি দানের বিষয়টি উল্লেখ করে উইলে নারায়ণ ভার্মা জানিয়েছেন, একমাত্র স্ত্রী চম্পা বাঈ ও কুকুর জ্যাকি ছাড়া কেউই তার দেখভাল করে না। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া তার মৃত্যুর পর কুকুরটিকে যিনি দেখভাল করবেন, তার অংশের সম্পত্তিও তিনি ভোগ করবেন বলে জানান নারায়ণ ভার্মা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877