রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
নতুন খবরে নতুন বছর

নতুন খবরে নতুন বছর

বিনোদন ডেস্ক:

করোনার সময় ২০২০ সাল অনেক বড় বলেই মনে হয়েছে। বিশেষ করে শোবিজ অঙ্গনে কাজের পরিমাণ কমে যাওয়া তারকারাও অলস সময় পার করেছেন। কিন্তু ২০২১ সাল শুরু হতে না হতেই একের পর এক নতুন খবর দিচ্ছেন তারকারা। গত কয়েকদিনেই কয়েকজন তারকাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। এসব খবর নিয়েই এ আয়োজন

দেশে ফিরেই আলোচনায় বুবলী

সবশেষে ‘বীর’ ও ‘ক্যাসিনো’ চলচ্চিত্রের কাজ করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাও গত বছর ফেব্রুয়ারির কথা। এর পর আড়াল হন তিনি। এর মধ্যেই শোবিজ পাড়ায় তাকে নিয়ে গুঞ্জন ওঠে বুবলী বিয়ে করেছেন। শুধু তাই নয়, গুঞ্জন ওঠে সন্তান জন্মদানের জন্যই তিনি আড়াল হয়েছেন। এ নিয়ে শোবিজে হয়েছে নানা আলোচনা-সমালোচনাও। অবশেষে চলতি বছর ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি প্রকাশ করেন তার নতুন ছবি। সঙ্গে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছাও। বুবলী জানান, খুব শিগগিরই ব্যস্ত হচ্ছেন কাজে। নতুন লুকে আবারও পর্দায় সরব হচ্ছেন তিনি। তিনি এতদিন আমেরিকার নিউইয়র্কে ছিলেন। সেখানে ফিল্ম সম্পর্কিত একটি কোর্স সম্পন্ন করেছেন। তিন মাসের কোর্স থাকলেও মহামারীর কারণে তা শেষ হতে সময় লেগেছে। এর পর লকডাউনের কারণে সেখানেই আটকা পড়েন তিনি। অবশেষে দেশে ফিরেছেন গত বছর নভেম্বরের শেষ দিকে।

এদিকে বুবলীকে নিয়ে যেসব গুঞ্জন উঠেছে, সেসব প্রসঙ্গে তিনি বলেন, ‘সবারই ব্যক্তিগত জীবন রয়েছে। করোনার সময় সবাই নিজের মতো করে ছিল। আমারও একটু গ্যাপের দরকার ছিল। তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে, তাদের সেই আগ্রহকে আমি সম্মান করি। আর থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সব কিছু জানতে পারবেন।’

সবশেষে বুবলী জানান, নতুন বেশ কিছু কাজের বিষয়ে কথাবার্তা চলছে। আর খুব শিগগিরই তিনি ফিরছেন শুটিংয়ে।

কলকাতার দুই ছবির জন্য সেরা জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আরও একটি পুরস্কার ঘরে তুললেন। নতুন বছরের শুরুতেই নতুন খবরে খুবই আনন্দিত তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ২০২০ সালের সেরা নায়িকা হয়েছেন জয়া। ‘কণ্ঠ’ ও ‘রবিবার’ ছবির জন্য ‘বেস্ট ফিমেল পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ পুরস্কার জিতেছেন জয়া। এদিকে হইচইয়ের বরাতে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমার জন্য পুরস্কার প্রদান করেছে তারা। এতে চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে জয়া এ পুরস্কার পেয়েছেন। অপরদিকে সেরা অভিনেতা হয়েছেন প্রসেনজিৎ।

উপস্থাপক তিশা

নতুন বছরে নতুন রূপে হাজির হলেন নুসরাত ইমরোজ তিশা। প্রথমবারের মতো টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। এর আগে বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিশা। তবে তা প্রফেশনাল ছিল না। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা এবারই প্রথম। ইতোমধ্যে এনটিভিতে ‘দ্য বক্স’ নামের এ অনুষ্ঠান প্রচার শুরু হয়েছে। এ ছাড়া এটিএন বাংলায়ও এটি প্রচার হয়। এদিকে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় দেখা যাবে তিশাকে। প্রদীপ ঘোষ পরিচালিত এ চলচ্চিত্রে ভিন্ন রকমের চরিত্রে দেখা যাবে তাকে।

আসিফের বিরুদ্ধে মামলা

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে গত বছর ১০ জুলাই ময়মনসিংহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। তার অভিযোগ, বিভিন্ন মিডিয়ায় তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন আসিফ আকবর। যার ফলে তিনি ও তার পরিবার হেয় প্রতিপন্ন হয়েছেন। ন্যানসির এই অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে পুলিশ। যার ফলে গত ৩১ ডিসেম্বর আদালতের সমন পেয়েছেন আসিফ আকবর। সমন অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি আদালতে হাজিরা দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে হবে আসিফকে।

টলিউডের গানে মাহতিম

২০১৮ সালে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি কাভার করে তুমুল আলোচনায় চলে আসেন তরুণ মাহতিম শাকিব। এবার পশ্চিমবঙ্গে প্রকাশ হলো তার গান। টলিউডের সিনেমায় স্থান পাওয়া গানটির শিরোনাম ‘তাকে অল্প কাছে ডাকি’। এসভিএফের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে এটি। কলকাতার পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় নির্মাণ করেছেন ‘প্রেম টেম’ নামের সিনেমা। এর কথা ও সুর করেছেন শিবব্রত বিশ্বাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877