শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

হঠাৎ অদৃশ্য ইসরাইল

স্বদেশ ডেস্ক:

হঠাৎ তীব্র কুয়াশায় ঢাকা পড়লো ইসরাইল। ঘন কুয়াশায় একেবারেই অদৃশ্য হয়ে যায় দেশটির অর্থনৈতিক কেন্দ্র বলে পরিচিত তেল আবিব শহর। দেখে মনে হচ্ছিলো- এ যেন কুয়াশার এক রাজ্য। গত রোববার টাইম অব ইসরাইয়েলসহ দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমে ফলাও করে এ খবর প্রকাশ করে।

এর একদিন আগে সংবাদ সংস্থা এপিতে প্রকাশিত ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশ থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়ার মতো কুয়াশা ঢেকে ফেলেছে তেল আবিবকে। দেশটির সবচেয়ে জনবহুল এ শহরের বেশিরভাগ অংশ এবং পাশের রামাত গানস এলাকার আকাশচুম্বি টাওয়ারও ঢাকা পড়ে কুয়াশার চাদরে।

ভিডিওতে দেখা যায়, শহরের সড়ক, ছোট ছোট বাড়ি, সুউচ্চ ভবনসহ বিভিন্ন স্থাপনা ঢেকে আছে কুয়াশায়। সড়কে থেকে হাত বাড়ালেই স্পর্শ করা যাচ্ছে কুয়াশা। রোববার সকালে কুয়াশা দেখা গেলেও বিকেলে আর দেখা যায়নি।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, কুয়াশার কারণে তেল আবিবের সড়কে ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। কুয়াশাটি সমুদ্র থেকে উৎপন্ন হয়ে উপকূলীয় সমভূমি এবং অন্যান্য অঞ্চলে আর্দ্রতা বাড়িয়ে তোলে। পুরো তেল আবিব আচ্ছন্ন হয়ে যায়। যা ১৯৪৮ সালে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার পর সবচেয়ে খারাপ অবস্থা।

আবহয়াবিদরা হঠাৎ এমন কুয়াশা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন, এমন কুয়াশা এর আগে ইসরায়েলে দেখা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877