বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

চমক নিয়ে ফিরছেন বিদ্যা বালান

চমক নিয়ে ফিরছেন বিদ্যা বালান

স্বদেশ ডেস্ক:

অনেকটা দিন ধরেই একটা গুঞ্জন ছিল, ‘ভুলভুলাইয়া ৩’ ছবি নিয়ে বিদ্যা বালান ফিরছেন। গতকাল এর সত্যতা পেয়ে চমকিত হলেন বিদ্যা বালান ভক্তরা।

গা ছমছমে রাজ মহলে নূপুরের শব্দ। কানে ভেসে আসে মঞ্জুলিকার বদলার হুমকি। টিজারেই যেন গায়ে কাঁটা ধরিয়ে গেল বিদ্যা বালানের অদ্ভূত রূপে। তার এমন রূপ দেখে অনেকেই বলছেন, এ কোন বিদ্যা!

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’- সিনেমার কথা উঠলেই মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর রূপের দৃশ্য চোখে ভেসে উঠবেই।

 

এ সিনেমায় বিদ্যার দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ সিনেমাটির তুরুপের তাস। যদিও ‘ভুলভুলাইয়া ২’ সিনেমাতেও ছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু।

, এবার ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটে চলা একের পর এক ভৌতিক কাণ্ড। অভিশপ্ত অতীত। আর ঠিক সেই প্রেক্ষাপটেই আবির্ভাব ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের।

এবারের কাস্টিংয়ের পাশপাশি গল্পেও চমক রয়েছে। জানা গেছে, এ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে থাকছেন মাধুরী দীক্ষিত।

চলতি বছর দিওয়ালির সময় প্রেক্ষাগৃহে আসছে ‘ভুলভুলাইয়া ৩’। আবারও এই ছবি বক্স অফিসে কাঁপাতে আসছে। এর কিছুটা আভাস টিজারেই মিলেছে বলে ব্যক্ত করছেন নেটিজেনরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877