বুধবার, ২৯ মে ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা ইশরাকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল : প্রধানমন্ত্রী আজিজ-বেনজীরকে প্রটেকশন দেবে না সরকার : সালমান এফ রহমান হামাসের বুবি-ট্র্যাপ : গাজায় ৩ ইসরাইলি সৈন্য নিহত দিল্লিতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৯ সেলসিয়াস জলবায়ু ঝুঁকি মোকাবেলা ও ক্ষুদ্র দ্বীপদেশগুলোর উন্নয়নে জোর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর তদন্তাধীন মামলার বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ সবাইকে শেষ করো : ইসরাইলি গোলায় নিকি হ্যালি পানির দাম ১০ শতাংশ বাড়াচ্ছে ঢাকা ওয়াসা শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ নারী কেবিন ক্রু গ্রেফতার
২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও হত্যা : ২ আসামির ফাঁসি

২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও হত্যা : ২ আসামির ফাঁসি

স্বদেশ ডেস্ক: মাদারীপুরে ২য় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার বেলা ১২টার দিকে বিচারক দিলরুবা সুলতানা ওই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি গ্রামের নুরু মোল্লার ছেলে মো: মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লা (২৪) ও জালাল মোল্লার ছেলে মো: মিলন মোল্লা (২২)।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি এলাকার দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রী রাবেয়া আক্তার ওরফে রিয়াকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে আসামি মধু ও মিলন মোল্লা পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো: মোছলেম আলী আকন জানান, চাঞ্চল্যকর মামলাটিতে অজ্ঞাতনামা আসামি করে মৃত রিয়ার বাবা গাউস ২০১২ সালের ২৮ নভেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরে পুলিশের তদন্তে ঘটনার সাথে মাহমুদুল হাসান মধু ও মিলন মোল্লা জড়িত থাকার তথ্য বের হয়ে আসে। পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলার আট বছর পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দিলরুবা সুলতানা আজ রায় ঘোষণা করেছেন। রায়ে অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসি কার্যকর এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন মৃত রিয়ার বাবা-মা ও স্বজনরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877