স্বদেশ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জে তিন দিন আগে নিখোঁজ শিশু রোহানের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত পৌণে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গসংলগ্ন সেপটিক ট্যাংক থেকে তিন বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান খান বলেন, গত বুধবার রোহান নামের শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শিশুটিকে হত্যা করে মর্গসংলগ্ন সেপটিক ট্যাংকে ফেলে রাখার বিষয়টি গতকাল রাত ৮টার দিকে জানা যায়। পরে লাশটি উদ্ধার করা হয়। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যাকারীকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।