শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

বিশ্বে করোনা আক্রান্ত ৮ কোটি ৪৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্ত ৮ কোটি ৪৫ লাখ ছাড়াল

স্বদেশ ডেস্ক:

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১১৭ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ৩৪ হাজার ৯৬৩ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম দেশ হিসেবে সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশটিতে দুই কোটি তিন লাখ পাঁচ হাজার ৭৮৮ জন করোনায় আক্রান্ত এবং তিন লাখ ৪৯ হাজার ৯৩৩ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত এক কোটি তিন লাখ পাঁচ হাজারের বেশি এবং মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ২১৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭৭ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে এক লাখ ৯৫ হাজার ৭২৫ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877