শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফ্লাইটসহ চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব

ফ্লাইটসহ চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব

স্বদেশ ডেস্ক:

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস পাওয়ার পর বিশ্বের সকল দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। তবে আজ রোববার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় চালু করছে তারা, একইসঙ্গে সড়ক ও নৌপথে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হচ্ছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজেরে খবরে বলা হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে- আজ রোববার স্থানীয় সময় বেলা ১১টায় পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। এর আগে গত ২০ ডিসেম্বর অন্য দেশ থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও করোনা সংক্রমণ রোধে কিছু শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে সৌদি নাগরিক নন এমন কেউ সৌদি আরবে আসতে চাইলে কমপক্ষে ১৪ দিন অন্য কোনো দেশে অবস্থান করে তারপর সৌদি আরবে ঢুকতে হবে। এরপর ১৪ দিন পার হলে তারা করোনামুক্ত কিনা তা প্রমাণ করতে পিসিআর টেস্টের ফলাফল লাগবে।

এরপরও নতুন ধরন শনাক্ত হওয়া দেশ থেকে কেউ সৌদি আরব আসলে তাদের বাড়িতে সাত দিনের পর্যবেক্ষণে রাখা হবে। এ ছাড়া ছয় দিনের মাথায় তাদের পিসিআর টেস্ট করাতে হবে। এ ছাড়া সৌদি নাগরিক যাদের মানবিক বা জরুরিভাবে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তাদের সৌদি আরবে এসে কমপক্ষে ১৪ দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে। তাদের দুইবার পিসিআর টেস্ট করাতে হবে। প্রথমবার সৌদি প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে এবং দ্বিতীয়বার কোয়ারেন্টিন শেষ হওয়ার ১৩ দিনের মাথায়।

এ ছাড়া যেসব দেশে করোনার নতুন সংক্রমণ ধরা পরেনি যেসব দেশের ক্ষেত্রে পূর্বের সতর্কতা বহাল থাকবে। তাদেরকে সৌদি প্রবেশের পর সাত দিনের বা তিন দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদেরও পিসিআর টেস্ট করাতে হবে।

সৌদি আরবে করোনা শনাক্ত ও মৃত্যু দুটি ব্যাপকভাবে কমেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার দেশটিতে মাত্র ১০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন। সৌদি আরবে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৬২ হাজার ৯৭৯ জন। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় হাজার ২৩৯ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877