বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় জাতীয় সংগীতে পরিবর্তন

অস্ট্রেলিয়ায় জাতীয় সংগীতে পরিবর্তন

স্বদেশ ডেস্ক:

আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যের স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত সংস্কার করা হয়েছে। জাতীয় সংগীত থেকে ‘ইয়াং অ্যান্ড ফ্রি’ কথাটি ফেলে দিয়ে সেখানে ‘ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি’ কথাটি যোগ করা হয়েছে। আজ শুক্রবার থেকে দেশটিতে নতুন এ জাতীয় সংগীত বাজানো শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এদিন ক্যানাবেরায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমরা এমন একটি ভূখণ্ডে বসবাস করছি যেখানে অনন্তকাল ধরে পৃথিবীর প্রথম জাতিসত্ত্বার মানুষেরা বসবাস করে আসছেন। আমরা একসঙ্গে তিনশ’র বেশি জাতি ও ভাষাভাষীর মানুষেদের গল্প আঁকছি। আমাদের জাতীয় সংগীতেও তার প্রতিফলন থাকা উচিত। তাই আমরা কিছু পরিবর্তন এনেছি এবং আজ সেটার ঘোষণা দিয়েছি। আমার বিশ্বাস আমরা লক্ষ্যে পৌঁছাব।’

প্রসঙ্গত, ব্রিটিশ উপনিবেশের প্রায় ৫০ হাজার বছর আগে থেকে অস্ট্রেলিয়ায় আদিবাসীদের বাস। কিন্তু বছরের পর বছর ধরে তাদের কোনো স্বীকৃতি ছিল না। জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি ২০২০ সালে সর্বপ্রথম সামনে নিয়ে আসেন নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্লাডিস বেরেজেক্লিয়ান। তিনি উপলব্ধি করেন সংগীতে পূর্বে যে বাক্য ছিল সেটা অস্ট্রেলিয়ার প্রথম জাতিসত্তাকে অস্বীকার করে। এরপর প্রাদেশিক প্রধান, গভর্নর এবং রাষ্ট্রীয় সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে জাতীয় সংগীতের লাইন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে এটা নিয়ে আদিবাসীদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা সেটা জানা যায়নি ‘

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877