রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

ইঁদুর থেকে ছড়ানো ভাইরাসে নাইজেরিয়ায় ২৪২ জনের মৃত্যু

ইঁদুর থেকে ছড়ানো ভাইরাসে নাইজেরিয়ায় ২৪২ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলতি বছরে এ পর্যন্ত লাসা জ্বরে ২৪২ জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এ কথা জানায়।

স্বাস্থ্য সংস্থাটির রিপোর্টে বলা হয়, ২০১৯ সালে এই জ্বরে ১৭০ জনের মৃত্যু হয়েছে, এবার এই সংখ্যা আরো ৭২ জন বেশি।

ইঁদুরের মাধ্যমে মলমূত্র থেকে খাবার ও গৃহস্থালী সামগ্রীর সংস্পর্শে এসে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

রিপোর্টে বলা হয়, ‘নাইজেরিয়ায় ২০২০ সালে এই জ্বরে আক্রান্ত এক হাজার ১৭৫ জন শনাক্ত করা হয়েছে। দেশটির ৩৬ টি প্রদেশের মধ্যে ২৭টি থেকে এই রিপোর্ট পাওয়া যায়। এই জ্বরে ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দেয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877