স্বদেশ ডেস্ক:
সাধারণ মানুষের ওপর করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে চীন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ওষুধ প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি এই টিকা শর্তসাপেক্ষে ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। শীতকালে এ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার মুখে এই পদক্ষেপ নিলো দেশটি।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই টিকা ৭৯.৩৪ শতাংশ কার্যকর বলে জানিয়েছে সিনোফার্মের অংশীদার চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) ইউনিট হিসেবে বেইজিং বায়োলোজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট। তবে সিনোফার্মের এই টিকার কার্যকরিতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করেনি চীন।
বিশ্বের প্রথম দেশ হিসেবে এই মাসেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চীনের সিনোফার্মের তৈরি এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়। তবে জরুরি অনুমোদন দিয়ে এর আগেই চীনে অনেককে টিকা দেওয়া হয়েছে।
গত জুলাই মাসে বিভিন্ন খাতের অপরিহার্য কর্মী ও সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের ওপর টিকার জরুরি প্রয়োগে এক কর্মসূচি শুরু করেছিল চীন। সিএনবিজির তৈরি দুটি ও সিনোভ্যাকের একটি টিকা দেশটির ১৫ লাখ মানুষকে দেওয়া হয়েছে।
তবে করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় ধীরগতিতে চলছিল চীন। দেশটিতে এখনো পাঁচটি করোনার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে।
এদিকে, সিনোফার্মের কাছ থেকে ১২ লাখ ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তি সই করেছে পাকিস্তান। ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকার চেয়ে সিনোফার্মের টিকার কার্যকারিতা কম হলেও এশিয়া অঞ্চলে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সিনোফার্মের এই টিকাকে সম্ভাব্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে।