রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
২০২০ সালে বিশ্ব হারিয়েছে যাদের

২০২০ সালে বিশ্ব হারিয়েছে যাদের

স্বদেশ ডেস্ক:

দেখতে দেখতে আরো একটি বছর চলে গেল। ২০২০ সালটা ছিল ঘটনাবহুল একটা বছর। প্রাণঘাতী করোনাভাইরাস বছরটাকে তছনছ করে দিয়েছে। এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন অনেক বিখ্যাত মানুষ। করোনা ছাড়া অন্য রোগেও প্রাণ হারিয়েছেন অনেকে।

ডিয়েগো ম্যারাডোনা

শেষ হতে যাওয়া বছরটিতে আমরা হারিয়েছি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ২৫ নভেম্বর মারা যাওয়া হ্যান্ড অব গড খ্যাত তারকা ফুটবলারের বয়স হয়েছিল ৬০ বছর। ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে দেয়া ম্যারাডোনাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন অনেক ফুটবল সমালোচক, বিশেষজ্ঞ, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ফুটবল সমর্থকরা।

ক্যাথরিন জনসন

করোনায় বিপর্যস্ত এ বছরের শুরুর দিকে ফেবরুয়ারি মাসে মারা যান শতায়ুবর্ষী নাসার হিউম্যান কম্পিউটার খ্যাত বিজ্ঞানী ক্যাথরিন জনসন। মুত্যুকালে স্বনামধন্য এ গণিতজ্ঞার বয়স হয়েছিল ১০১ বছর। নাসার মানব যন্ত্রগণকদের মধ্যে সবথেকে নির্ভুল গণনায় পারদর্শী ক্যাথরিনে ভরসা রেখেই ১৯৬১ সালে অ্যালান শেপার্ড প্রথম মার্কিন হিসেবে মহাকাশে পাড়ি দেন। পরবর্তীতে তাকে নিয়েই তৈরি হয়েছে হলিউড ছবি ‘হিডেন ফিগারস’।

জন লুইস

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম সিংহ পুরুষ এবং কংগ্রেসের সদস্য জন লুইস ৮০ বছর বয়সে ১২ জুলাই মারা গেছেন। ১৯৬৩ সালের ২৩ অগাস্টের সমাবেশে মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণ দেয়ার সমাবেশে প্রধান ১০ বক্তার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন জন লুইস। মার্টিন লুথার কিংয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জর্জিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতা জন লুইস।

ইরানের পরমাণু বিজ্ঞানী ফখরিজাদাহ

তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহকে হাসপাতালে নেয়া হলে সেখানে গত ২৮ নভেম্বর মারা যান। ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনে ফখরিজাদাহের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হয়। তবে ইরান সব সময়ই বলে আসছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই করেছে।

কুয়েতের আমিরের মৃত্যু

১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের পরে ইরাকের সাথে সম্পর্ক উন্নয়ন এবং অন্যান্য আঞ্চলিক সংকটের সমাধানে কার্যকর ভূমিকা রাখায় প্রায় এক দশক ধরে তেল সমৃদ্ধ দেশটির শীর্ষ কূটনীতিক হিসেবে প্রমাণ রেখেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ। মুসলিম বিশ্বের স্বার্থরক্ষায় অত্যন্ত নিবেদিতপ্রাণ এই বিশ্বনেতা গত ২৯ সেপ্টেম্বর ৯১ বছর বয়সে মারা যান।

সৌমিত্র চট্টোপধ্যায়

ভারতীয় বাংলা সিনেমা জগতের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ৮৫ বছর বয়সী দুই বাংলায় জনপ্রিয় এ অভিনেতা সবাইকে কাঁদিয়ে গত ১৫ নভেম্বর না ফেরার দেশে চলে গেছেন। বাঙালি অভিনেতা সৌমিত্র অস্কারজয়ী সত্যজিত রায়ের সহযোগী এবং ফেলুদা সিরিজের জন্য বেশ সুপরিচিত। এছাড়াও অপুর সংসার, অশনী সংকেত, ঘরে বাইরে, চারুলতা, শাখা প্রশাখা, সাত পাকে বাঁধাসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি

এছাড়াও চ্যাডউইক বোজম্যান, কোবি ব্রায়ান্ট, ইরফান খান, ঋষি কাপুর ও মেরি হিগিন্স ক্লার্ক আরও অনেক খ্যাতিমানকে শেষ বিদায় জানিয়েছে বিশ্ব।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877