বিনোদন ডেস্ক:
মামার বাড়িতে আইবুড়োভাত খাওয়ার রেশ এখনও কাটেনি তৃণা সাহার। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর সেই আইবুড়োভাত খাওয়ার ছবি প্রকাশ্য়ে আসতে না আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
এবার তৃণা সাহার ব্রাইডাল লুক এলো প্রকাশ্যে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তৃণা একটি ছবি শেয়ার করেন। যেখানে লাল রঙের লেহেঙ্গা পরে নতুন কনের আবতারে হাজির হন তৃণা সাহা। অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যন্ডেলে ওই ছবি শেয়ার করার পরপরই তা ভাইরাল হতে শুরু করে। পাশাপাশি তৃণা কি লুকিয়ে বিয়ে করে ফেললেন! এমন প্রশ্নও করতে শুরু করেন অভিনেত্রীর ভক্তরা।
সম্প্রতি তৃণা সাহা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটোর’ জনপ্রিয়তা উর্দ্ধমুখী। ওই মেগায় সৌজন্য এবং গুনগুনের বিয়ে নিয়ে দর্শকদের উৎসাহ চোখে পড়তে শুরু করেছে।
টেলিভিশনের পর্দয় যেম গাঁটছড়া বাঁধছেন গুনগুন, তেমনি নিজের জীবনও এবার নতুন করে শুরু করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বসবে তৃণা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্যের বিয়ের আসর। বিয়ের আগে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। সেই কারণেই পুরোদমে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে নীল, তৃণার বাড়িতে। জিনিউজ