শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্স গ্রেপ্তার

হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্স গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক:

বগুড়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে ১০০ পিস ইয়াবাসহ সুলতানা আক্তার রিপা (২৭) নামে এক নার্সকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইসলামী হাসপাতালের দ্বিতীয় তলায় ওই নার্সের অ্যাপ্রোনের পকেটে ইয়াবাগুলো পায় ডিবি।

হাসপাতালটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল পরিচালিত। গ্রেপ্তারকৃত সুলতানা আক্তার রিপা বগুড়া সদরের চাঁদমুহা গ্রামের রুহুল আমিন রবিনের স্ত্রী।

ডিবির ওসি আবদুর রাজ্জাক জানান, বগুড়ায় এই প্রথম কোনো হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্সকে গ্রেপ্তার করা হলো। এ ঘটনায় বগুড়া সদর থানায় নার্স সুলতানার বিরুদ্ধে মাদকদ্রব্য

আইনে মামলা করা হয়েছে। তার স্বামীও দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। বর্তমানে তিনি মাদক মামলায় জেলহাজতে রয়েছেন।

বগুড়ার বেসরকারি ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের পর নার্স সুলতানাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877