মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

ট্রাম্পকে খুনি-সন্ত্রাসী বললেন রুহানি

ট্রাম্পকে খুনি-সন্ত্রাসী বললেন রুহানি

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় জো বাইডেন বসছেন এতে ‘উচ্ছ্বাসের’ কিছু নেই; কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা শেষ হচ্ছে এতে ইরান খুবই খুশি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ মন্তব্য করেছেন। গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি ট্রাম্পকে খুনি, সন্ত্রাসী বলে বর্ণনা করেন। খবর আলজাজিরা।

বক্তৃতায় রুহানি ট্রাম্পকে দুর্বৃত্ত বলে আখ্যা দিয়ে বলেন, তিনি হলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আইনভঙ্গকারী ব্যক্তি। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বাইডেন আসছেন এতে আমরা আনন্দিত নই; কিন্তু ট্রাম্প বিদায় নিচ্ছেন এতে আমরা খুবই খুশি। ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি বহু নৃশংসতা করেছেন, তিনি ছিলেন একজন খুনি, সন্ত্রাস। এমনকি ট্রাম্প আমাদের টিকার গ্রহণের পথও বন্ধ রেখেছিলেন। নৈতিকতা ও মানবিকতার ছিটেফোঁটাও তার ছিল না।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনা ভাইরাসে মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইরান। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ইরান যেন ভ্যাকসিন নিতে না পারে সে জন্য তদবির করেছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া ২০১৮ সালে যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যায় সেই সময় থেকেই তেহরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঝুলছে।

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের প্রতি খড়্্গহস্ত ছিলেন। পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে স্মরণকালের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। ক্ষমতার শেষ প্রান্তে এসেও ইরানকে শায়েস্তা করার নানা পরিকল্পনা করেছেন ট্রাম্প। এমনকি তেহরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাতে চেয়েছিলেন। এ ছাড়া ট্রাম্পের নির্দেশেই ইরানের চৌকস জেনারেল কাশেম সুলেইমানিকে মার্কিন সেনারা হত্যা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877