স্বদেশ ডেস্ক:
লাকসামে ভাই-বোনের বিরোধ থামাতে গিয়ে মোঃ মফিজুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় লাকসাম থানা পুলিশ দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে। বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের নোয়াপাড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের মোঃ রফিকুল ইসলামের সাথে তার বোন ফাতেমা বেগম ও পারভীন বেগমের পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। বিবাদ মিমাংসার জন্য রফিকুল ইসলাম সালিশদার মোঃ মফিজুর রহমানকে ডেকে আনেন। তার সামনে দুই প্রতিপক্ষ আবারো বাক-বিতণ্ডা শুরু করে। উভয়পক্ষের মধ্যে তুমুল ঝগড়া-বিবাদ হাতাহাতির পর্যায়ে চলে যায়। সালিশদার মফিজুর রহমান তাদের বিবাদ থামানোর চেষ্টা করলে প্রতিপক্ষের আঘাতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনার সাথে জড়িত রফিকুল ইসলামের দুই বোন ও তিন ভাগিনাকে আটক করে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়।
লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।