বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘হাহাকার’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর। ফেরারী ফরহাদের কাহিনী ও চিত্রনাট্যে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক ওয়াহীদ বিন চৌধুরী। ‘হাহাকার’ মিউজিক্যাল ফিল্মের গানের কথাগুলো লিখেছেন নীহার আহমেদ। এতে অভিনয় করেছেন শিল্পী আসিফ আকবর নিজেই।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমি আসলে গানের মানুষ। কিন্তু দিন দিন ভালো গল্পের লোভে পড়ে যাচ্ছি। আগের গানে শুধু কণ্ঠ দিলেও ইদানিং গানের সঙ্গে সঙ্গে বেশ অভিনয়ও করা হচ্ছে। গানটির শুটিংয়ের আগে ফেরারী ফরহাদের কাহিনী ও চিত্রনাট্য শুনে আমি মুগ্ধ হয়ে যাই। তাই আর লোভ সামলাতে পারিনি। আমার সকল দর্শক-শ্রোতা এই গানে আমাকে তিনটি চরিত্রে দেখতে পাবে। বেশ করে ছোট বেলা থেকে বাবার হাত ধরে বেড়ে ওঠা থেকে নিজে বাবা হওয়া পর্যন্ত। আশা করি সবার ভালো লাগবে।’
এদিকে, ‘হাহাকার’ মিউজিক্যাল ফিল্মটি অর্ক মাল্টিমিডিয়ার ব্যানারে গতকাল বুধবার প্রকাশ হয়েছে। এতে আসিফ আকবর ছাড়াও অভিনয় করেছেন আমিন আজাদ, অর্নব অন্তু, নিম্মি, তাহী ও সিয়ামসহ অনেকেই।