স্বদেশ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সংগীতশিল্পী রিজিয়া পারভীন। বর্তমানে সেখানে বাসায় আইসোলেশনে রয়েছেন এই শিল্পী। নিউইর্য়ক প্রবাসী লেখক মিলি সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, কুইন্স প্যালেসে নবান্ন উৎসবের আয়োজন করেছিল বাঙালি কমিউনিটি। রিজিয়া পারভীনসহ এতে অনেকে অংশ নেন এবং পারফর্ম করেন। কিন্তু যুক্তরাষ্ট্রে করোনার এই পরিস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত কেউ-ই প্রায় মাস্ক পরেননি, কোনোরকম নিয়ম-নীতির তোয়াক্কা করেননি। আর সেখান থেকে রিজিয়া পারভীন করোনায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এর আগে জানা যায়, যুক্তরাষ্ট্রে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরেক সংগীতশিল্পী বেবি নাজনীন।