রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
থাইল্যান্ডে বিক্ষোভ: পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, আহত ৪১

থাইল্যান্ডে বিক্ষোভ: পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, আহত ৪১

স্বদেশ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৪১ জন আহত হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টে সংবিধান সংশোধন নিয়ে যখন বিতর্ক করছিলেন এমপিরা তখন বিক্ষোভকারীরা পার্লামেন্টমুখী পদযাত্রা শুরু করেন। কিন্তু তাতে বাধা সৃষ্টি করে পুলিশ। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকাীরা স্মোক বোমা ও ব্যাগভর্তি রঙ ছুড়ে মারে পুলিশের দিকে। জবাবে পুলিশ তাদের বিরুদ্ধে জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়েছে, কয়েক মাস ধরে থাইল্যান্ডে বিক্ষোভ চলছে। এর মধ্য মূল দাবির অন্যতম সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হবে, পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা’কে এবং রাজতন্ত্রে সংশোধন করতে হবে। রাজতন্ত্রে সংশোধন এনে রাজার ক্ষমতাকে খর্ব করার দাবি করা হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিক জোনাথন হেড। তিনি বলছেন, এদিন বিক্ষোভে অংশগ্রহণকারীদের বেশির ভাগই মনে করছেন, তাদের দাবির বেশির ভাগই প্রত্যাখ্যান করতে পারে পার্লামেন্ট। বিশেষ করে বিক্ষোভকারীদের দাবির বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এই অধিবেশন ডাকা হয়েছে। তাদের দাবির কোনোটা গ্রহণ করা হবে কিনা তা বুধবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ভোটে নির্ধারণ করার কথা এমপিদের। যদি বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়া হয় তাহলে রাজা মাহা ভাজিরালংকর্নকে আরো জবাবদিহিতায় আনা হবে। সিনেটে সংস্কার করতে হবে, যেখানে অনেক সদস্য আছেন অনির্বাচিত।


জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হওয়ার পর মঙ্গলবারের বিক্ষোভ ছিল সবচেয়ে সহিংস। পার্লামেন্টের কাজে কঠোর ব্যারিকেড সৃষ্টি করে পুলিশ। কিন্তু সেই বাধা অতিক্রম করার চেষ্টা করতেই সেখানে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা স্মোক বোমা এবং রঙভর্তি ব্যাগ দাঙ্গা পুলিশের দিকে ছুড়তে থাকে। জবাবে পুলিশ জলকামান ব্যবহার করে। এতেও ব্যর্থ হয়ে তারা কাঁদানে গ্যাস ছোড়ে। এতে চোখমুখ জ্বালাপোড়া করতে থাকে শিক্ষার্থীদের। তাদেরকে অনেক স্থানে পানি দিয়ে মুখ, চোখ ধুতে দেখা যায়। কাঁদানে গ্যাসে আহত কমপক্ষে ৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের চিকিৎসা দেয়া হয়েছে ঘটনাস্থলেই। আবার কেউ কেউ বন্দুকের গুলিতে আহত হয়েছে। তবে পুলিশ গুলি বা রাবার বুলেট ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877