বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ১০ লাখ লোক করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ১০ লাখ লোক করোনায় আক্রান্ত

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা রোববার এক কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ১০ লাখ মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

এ ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধের চেষ্টায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী ও রাজ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরও ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এদিকে সোমবার থেকে শিকাগোতে ঘরে থাকার নির্দেশ কার্যকর করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে গত ৯ নভেম্বর সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটির মাইলফলক অতিক্রম করে।
এর মাত্র ছয় দিন পর স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় সোমবার ০১৩০টা) জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি ১০ লাখ ২৫ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৪৬ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে। ফলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিকে থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877