স্বদেশ ডেস্ক:
ভালোবেসে বিয়ে করার মাত্র দুমাসের মাথায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বাচাল মাগসি নামে এক ব্যক্তি। আজ বুধবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের শাহদাদকোট জেলায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের স্থানীয় দৈনিক ‘জঙ্গ’র বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর বাচাল মাগসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিন্ধু পুলিশ বলছে, কেন হত্যাকাণ্ডটি ঘটেছে তা পরিষ্কার নয়। মামলা হয়েছে, তদন্ত চলছে।
জিও নিউজ আরও জানিয়েছে, গত ১ নভেম্বর (রোববার) প্রদেশটির বাহাওয়ালপুর এলাকার বিসমিল্লাহ কলোনিতে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই নারী তার স্বামীকে বিষপ্রয়োগ করে হত্যা করেছিলেন।
পুলিশ বলেছে, শাহাদতকোটের ওই দম্পতির মতোই বিসমিল্লাহ কলোনির দুই বাসিন্দা ভালোবেসে বিয়ে করেছিলেন। নিহতের স্বজনরা অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসামির বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।