বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

৩৭৭ দিন পর শেরে বাংলায় সাকিব

৩৭৭ দিন পর শেরে বাংলায় সাকিব

স্পোর্টস ডেস্ক:

দিন গুণে হিসাব করলে ঠিক এক বছর ১০ দিন। এই এতগুলো দিন (দেশের ক্রিকেটের আঁতুড়েঘর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই নিষিদ্ধ ছিলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। অবাঞ্চিত ছিলেন হোম অব ক্রিকেটে। এখন সব অতীত হয়েছে, সদর্পেই ফিরেছেন সাকিব। এক বছর পর শেরে বাংলায় বিশ্বের সেরা অলরাউন্ডারের তকমা লাগিয়েই ফিরেছেন সাকিব আল হাসান।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার পরেই মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করে সাকিবের গাড়ি। আগে থেকেই নির্ধারিত ছিল আজ আসবেন তিনি। তাই সকাল থেকেই অপেক্ষায় ছিলেন গণমাধ্যম কর্মীরা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য ফিটনেস টেস্ট দেবেন তিনি। বলতে গেলে আজ থেকেই শুরু হচ্ছে সাকিবের প্রত্যাবর্তনের গল্প।

সাকিবের সঙ্গে ১১৩ জন ক্রিকেটারের ফিটনেস টেস্ট দেওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্যই মূলত টেস্ট নেওয়ার এই প্রক্রিয়া। তবে আজ ফিটনেস টেস্ট দেবেন না সাকিব, আগামী বৃহস্পতিবার একবারে স্বাস্থ্য পরীক্ষা দেবেন।

আগামী ২০/২২ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে থাকছে পাঁচটি দল। প্রত্যেক দলে থাকবে ১৫ জন ক্রিকেটার।

সাকিবের ফেরা নিয়ে আশাবাদী কোচ-নির্বাচক থেকে শুরু করে সবাই। তারা প্রত্যাশা করেন সাকিব তার চেনা রূপে ফিরবেন খুব দ্রুতই। ফিটনেস নিয়ে চিন্তিত না বিসিবির কর্তারা।

উল্লেখ্য, জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছর অক্টোবর মাসেই সব ধরনের ক্রিকেটে সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এর মধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে এ শাস্তি দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ শাস্তি মেনেও নেন বাংলাদেশের সবচেয়ে সফল এই ক্রিকেটার। ৩৭৭ দিন পর ক্রিকেটে ফিরলেও ভবিষ্যতে যদি একই ধরনের অপরাধ করেন তা হলে সাকিবের এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877