স্বদেশ ডেস্ক: করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ১২ লাখ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২ লাখ ৫৫ হাজার ৯৫ জন।
অন্যদিকে মৃত্যু হয়েছে ১২ লাখ ৫৬ হাজার ১২৩ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৫১১ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৮২ হাজার ৮১৮। আর মৃত্যু হয়েছে দুই লাখ ৪৩ হাজার ২৫৭ জন।