শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

চূড়ান্ত ফলাফল জানতে আর কত দেরি

চূড়ান্ত ফলাফল জানতে আর কত দেরি

TOPSHOT - US President Donald Trump leaves after addressing the press from the Brady Briefing Room at the White House in Washington, DC on November 5, 2020. - Democrat Joe Biden is leading President Donald Trump in the race for the 270 electoral votes that will put one of them over the top, with the Democrat's campaign asserting they believe he has enough votes to win in key battleground states that remain undecided, like Pennsylvania. (Photo by Brendan Smialowski / AFP)

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবারে অনুষ্ঠিত হলেও আমরা এখনো কোনো বিজীয় পাইনি। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এগিয়ে রয়েছে বাইডেনই।

জর্জিয়াতে দুই প্রার্থী আসলে সমতায় রয়েছেন। ট্রাম্প সেখানে এগিয়ে থাকলেও ব্যবধান নেমে এসেছে মাত্র ৬০০ ভোটে। কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ব্যালট গণনা চালিয়ে যাবেন এবং শুক্রবারের মধ্যে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তারা।

প্রায় ৮৯% ভোট গণনা শেষে নেভাদায় ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

পেনসিলভানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান ২০ হাজার ভোটে নেমে এসেছে। সেখানে এখনো লক্ষাধিক ভোট গণনা বাকি।

অ্যারিজোনায় বাইডেন অনেক ভোটে এগিয়ে থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ভোটে। আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় এখনো ভোট গণনা চলছে, দুই রাজ্যেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877