বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ বাহনের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ বাহনের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

স্বদেশ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারের ড্রাইভারসহ আরো চারজন।

শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা (৫৫) ও নাতনি নাদিয়া (৫)।

আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারার বিল্লাল মিয়া (২২), সুনামগঞ্জের ছাতক নরসিংহপুরের প্রাইভেটকার চালক সালমান (২২), মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নিহত নাবালক মিয়ার ছোটভাই খুরশেদ আলম (৬০) ও নাতনি জান্নাত (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কুটি-চৌমুহনী থেকে খুরশিদ মিয়া সিএনজি অটোরিকশাযোগে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে সৈয়দাবাদ কুমিল্লা অভিমুখী ট্রাকের সাথে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আটজন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুসা চৌধুরী চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো: মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ছুটে আসি। ট্রাকচালক পালিয়ে গেছেন কিন্তু ট্রাকটি জব্দ করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877