স্বদেশ ডেক্স: বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন রিফাতের বাবা দুলাল শরীফ। সেইসঙ্গে বরগুনার পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
দুলাল শরীফ দৈনিক আমাদের সময়কে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করার কারণেই বরগুনাসহ সারা দেশের মানুষের মনে স্বস্তি বিরাজ করছে।
তিনি আরও বলেন, ‘কুখ্যাত নয়ন বন্ড নিহত হওয়ায় আমার কলিজার টুকরো রিফাত কিছুটা হলেও শান্তি পাবে। আমি চাই, নিশাত ফরাজী ও রিফাত ফরাজীসহ অন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি। তা না হলে আমার ছেলে রিফাত কবরেও শান্তি পাবে না।’
প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। কিন্তু তার স্ত্রী মিন্নি দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করলেও কিছুতেই হামলাকারীদের থামাতে পারেননি। দুর্বৃত্তরা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রিফাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওইদিন রাতেই রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।