স্বদেশ ডেস্ক; মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে অনুমোদন পেয়েছেন এমি কনি ব্যারেট। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ পূর্বেই তাকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য একটি জয়। ৫২-৪৮ ভোটে নতুন এই বিচারকের মনোনয়ন নিশ্চিত করেছেন রিপাবলিকান দলের সিনেটররা। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ডেমোক্রেট সিনেটররা অনুমোদনে বাঁধা দিতে সম্মিলিতভাবে বিরোধিতা করে। তবে শেষ পর্যন্ত তাতে অনুমোদন আটকানো যায়নি। গত সোমবার ওই ভোট আয়োজিত হয়। এতে রিপাবলিকান দলের সিনেটর সুসান কলিন্স কনি ব্যারেটের বিরুদ্ধে ভোট দেন।
রক্ষণশীল বিচারপ্তি ক্লেরেন্স থমাস নতুন অনুমোদন পাওয়া ব্যারেটকে শপথ পাঠ করান। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এ নিয়ে তৃতীয় বারের মতো বিচারপতি নিয়োগ হলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে। ২০১৭ সালে বিচারপতি নিল গোরশেচ ও ২০১৮ সালে বিচারপতি ব্রেট ক্যাভেনহকে নিয়োগ দেয়া হয়। ব্যারেটের নিয়োগের পর বর্তমানে দেশটির সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচাপতির সংখ্যা ৬ জন। অপরদিকে উদারপন্থিদের সংখ্যা ৩ জন। আনুপাতিকভাবে এগিয়ে যাওয়ায় এখন আদালতে রক্ষণশীলদের ক্ষমতা আরো পাকাপোক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, এ থেকে ভবিষ্যতে কিছুটা সুবিধা পাবে রিপাবলিকানরা।
উল্লেখ্য, এর আগে গত মাসের ১৮ তারিখ প্রাণ হারান সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ। ফলে নতুন বিচারপতি নিয়োগ কার্যক্রম চালু হয়। সেই স্থানই পূরণ করেছেন ব্যারেট। তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের ফেডারেল আপিল কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।