বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

স্বদেশ ডেস্ক:

ফ্রান্সে মাঝ আকাশে পর্যটক বিমানের সঙ্গে একটি মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় সাড়ে ৪টার দিকে পশ্চিম ফ্রান্সে এ দুর্ঘটনা ঘটে। আল জাজিরা, ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুটি বিমানে সব মিলিয়ে পাঁচজন যাত্রী ছিলেন। বিমান দুর্ঘটনায় সবাই মারা গেছেন। মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টে যাত্রী ছিলেন মাত্র দুজন। আর ডিএ ৪০ নামে অপর যে পর্যটক বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন তিনজন।

নাদিয়া সেঘিয়ার নামে ফ্রান্সের এক সরকারি কর্মকর্তা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষ উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়।

পরে দমকলের ৫০ জন কর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাঁচ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানান ফ্রান্সের ওই কর্মকর্তা।

এর আগে ২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রিবাহী বিমান ভেঙে ১৪৮ জন যাত্রীর মৃত্যু হয়। জার্মান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে ১৪২ জন যাত্রী ছাড়াও দুই পাইলটসহ ছয়জন কর্মী ছিলেন। মাঝ পথে দক্ষিণপূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসোর্টের কাছাকাছি বিমানটি ভেঙে পড়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877