স্পোর্টস ডেস্ক:
প্রীতি ম্যাচ বলেই হয়তো পর্তুগাল ও স্পেন গা বাঁচিয়ে খেলেছে বলা যাবে না। ছোট ছোট পাসে স্পেন তরুণদের নিয়ে অবিশ্বাস্য খেলেছে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো শুরুর একাদশে ছিলেন। আক্রমণ ও পাল্টা আক্রমণ সব হয়েছে। ক্রসবারে বলও লেগেছে, বদলি জোয়াও ফেলিক্স পা লাগালেই গোল হয়ে এমন সুযোগও পেয়েছেন! তবে ওই যে কথায় আছে, গোলের খেলা ফুটবল!’ শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেছে পর্তুগাল-স্পেন (০-০)। রোনালদোর দুর্দান্ত শট ক্রসবারে লাগায় গোলবঞ্চিত তিনি। অন্যদিকে রেনাটা সানচেজের গল্পটিও একই রকম ছিল।
বিশ্বকাপজয়ী ও গত ইউরোর ফাইনালে খেলা ফ্রান্সও প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল। ইউক্রেনকে তারা ৭-১ গোলে হারিয়েছে। অলিভিয়ের জিরু দুটি গোল করেছেন। এমবাপ্পে একটি গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি গোলও পেয়ে যান। ইতালি আবার ৬-০ গোলে হারিয়েছে মলদোভাকে। প্রথমার্ধেই তারা ৫-০ গোলে এগিয়ে ছিল।
এদিকে, জার্মানি ৩-৩ গোলে ড্র করেছে তুরস্কের সঙ্গে। ড্রাক্সলার প্রথম গোল করেন। তুরস্কের তুফান গোলটি শোধ দিয়ে দেন। ৫৮ মিনিটে জার্মানি আবারও লিড নেয় নিউহসের গোলে। তুরস্ক আবারও গোলটি শোধ দিয়ে দেয় কারাকার প্রচেষ্টায়।
৮১ মিনিটে জার্মানি জয়সূচক গোলটি পেয়ে গেছে ভেবেছিল। গোলও হয়। ৩-২ এ লিড নিয়ে যখন জয়ের চিন্তা করছিল জার্মানি তখন তুরস্কের কারামান অতিরিক্ত সময়ে সমতাসূচক গোলটি করেন। ৩-৩ ড্রয়ে শেষ হয় ম্যাচ। রাতের অপর ম্যাচে নেদারল্যান্ডস ১-০ গোলে হেরেছে মেক্সিকোর কাছে।