মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এই অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রাখা যাবে না : ভিপি নুর

এই অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রাখা যাবে না : ভিপি নুর

স্বদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সা‌বেক ভি‌পি নুরুল হক নুর ব‌লে‌ছেন, ‘এই অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। এদের ক্ষমতা থেকে নামিয়ে দিতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে।’

এসময় তিনি বলেন, ‘এদেশে ভারতীয় দালালদের কোনো ঠাঁই হবে না। যারা এদেশের জনগণের বিপক্ষ গিয়ে কাজ করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।’

শুক্রবার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে শ্রমিক অধিকার প‌রিষ‌দের উদ্যো‌গে শ্রমিক কর্মচারীদের সকল ব‌কেয়া বেতন ও এককা‌লীন প‌রিশোধের দা‌বি‌তে এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

ওসি প্রদীপদের সংখ্যা নগণ্য মন্তব্য করে নুর বলেন, ‘বেশিরভাগ পুলিশ এদেশের পক্ষে আছেন, জনগণের পক্ষে আছেন। তারা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষে না। আমরা অনেক পুলিশের সাথে কথা বলি, তাদের কাছে আন্তরিক ব্যবহার পাই। আর কিছু পুলিশ আছে যারা ব্যাকগ্রাউন্ড দেখে দেখে চাকরি পেয়েছে, সেসব পুলিশ লীগকে চাকরি দেয়া হয়েছে প্রদীপের মতো বিরোধী দলকে পেটানোর জন্য। আমরা সেইসব পুলিশদের হুঁশিয়ার করে দিতে চাই- বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে যদি আপনারা কাজ করেন তবে আপনাদের হাতে বন্দুক থাকলেও রক্ষা পাবেন না।’

পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘আমরা এখানে যারা আছি, আমাদের সাথে তো আপনাদের শত্রুতা নেই। আপনারা তো আমাদেরই কারো না কারো ভাই, বন্ধু বা আত্মীয়। আপনারা থাকবেন দেশের অতন্দ্র প্রহরী হয়ে। আপনারা জনগণের নিরাপত্তা দিবেন। আপনারা কেন শকুনের মতো মানুষের উপর হামলা করবেন।’

নুর বলেন, শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তারা পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে রাজপথে নেমেছে। তারা অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের মতো টাকা পকেটে ঢুকানোর জন্য আন্দোলনে নামেনি। তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কার্যকর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। আমরা পাটকল শ্রমিকদের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। আমার বিশ্বাস আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি দল-মত নির্বিশেষে আপনাদের পাশে দাঁড়াবে।

এসময় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877