রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় বাক্স-পেটরা গুছিয়ে তাই ফিরে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা সাবেক এই অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার ভোরে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তিনি।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন সাকিব। দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।

গত মাসের শুরুতে দেশে ফিরেছিলেন সাকিব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলনের জন্য ঢাকা ফিরেছিলেন তিনি। লোকচক্ষুর অন্তরালে কঠোর অনুশীলন করেছিলেন। তার তদারকিতে ছিলেন দুই কোচ সালাউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিম। লঙ্কানদের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে ফেরার কথা ছিল সাকিবের। সিরিজ স্থগিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তন আরও দীর্ঘ হচ্ছে।

ফিক্সিং প্রস্তাব গোপন রাখায় সাকিব আইসিসি কর্তৃক এক বছরের সাজা ভোগ করছেন। চলতি মাসের ২৯ তারিখ তার সাজা শেষ হবে। লঙ্কান সিরিজ স্থগিত হলেও তিনি ফিরতে পারেন ঘরোয়া ক্রিকেটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877