রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

উপনির্বাচনে ক্ষমতাসীন দল সন্ত্রাসী কাজ করছে : বিএনপি

উপনির্বাচনে ক্ষমতাসীন দল সন্ত্রাসী কাজ করছে : বিএনপি

স্বদেশ ডেস্ক:

আসন্ন উপনির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে আওয়ামী লীগে মনোনীত প্রার্থীর গুন্ডা বাহিনী। নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে গতকাল (বৃহস্পতিবার) ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মোশাররফ এবং যুগ্ম আহ্বায়ক জাপানসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে। আসন্ন উপনির্বাচনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলামত দেখা যাচ্ছে। সুষ্ঠ ও অবাধ নির্বাচন করতে যতই বাধা দেওয়া হোক সংশ্লিষ্ট এলাকার জনগণ তা সকল শক্তি দিয়ে প্রতিরোধ করবে।’এসব সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন রিজভী।

আগামীকাল শনিবার পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। এই আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং নৌকার প্রার্থী রুরুজ্জামান বিশ্বাস। গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসনটি শূন্য হয়। নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের ভোট আগামী ১৭ অক্টোবর। এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন শেখ মো. রেজাউল করিম।

‘ইতিহাসের চটি নাটক ইনডেমনিটি’

রুহুল কবির রিজভী বলেন,‘ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে বহুমাত্রিকর কাল্পিনিক, উদ্ভট আর বিকৃত মিথ্যাচার করেই আওয়ামী লীগ ক্ষান্ত হয়নি, এখন তাদের সাংস্কৃতিক অঙ্গনের কতিপয় পদলেহী অর্বাচীন অসুস্থ লোক ইতিহাস বিকৃত করার প্রক্রিয়ায় জিয়াউর রহমানকে খাটো করার অপেষ্টায় নিরন্ত কাজ করছে। মান্নান হীরা নামে এক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের নেক নজর পাওয়ার জন্য “ইনডেমনিটি” নামে তথাকথিত একটি বিকৃত ইতিহাসের চটি নাটক লিখে জয় বাংলা ব্যানারে সারা দেশে মঞ্চায়ন করে বেড়াচ্ছে গত এক বছর যাবত।’

তিনি বলেন, ‘এই নাটক নির্মাতাদের কত বড় স্পর্ধা, এ দেশের কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে নিয়ে অসত্য ইতিহাস রচনা করে তা নাটক আকারে বিকৃতভাবে মঞ্চস্থ করেছে। এই কথিত পথ নাটকটি আগামীকাল নিশিরাতের এক সংসদ সদস্যের মালিকানাধীন টিভিতে প্রচার করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা তাদের সাবধান করে দিতে চাই, এই ইতিহাস বিকৃতি ও তথ্য সন্ত্রাসমূলক নাটক প্রচারের অপচেষ্টা চালিয়ে গণশত্রু  হবেন না। এই নাটকের রচয়িতা, পরিচালক, নির্দেশক, অভিনেতা-কলাকুশলীদের জনগণ মনে রাখবে।’

রিজভী বলেন, ‘ইতিহাস বিকৃত করে রণাঙ্গনের বীর সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও তার চরিত্র হননের অপপ্রয়াসের জন্য আপামর জনগণ দারুণভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার মানেই রণাঙ্গনের সকল মুক্তিযোদ্ধাকেই অপমান করা। এই অবার্চীনরা হলো গণতন্ত্রকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করা ফঁড়িয়া ও দালালদের সহযোগী।’

তিনি বলেন, ‘এই দিন দিন না, আরও দিন আছে। দেশের জনগণই এর উপযুক্ত জবাব দেবে। বিকারগ্রস্থ ‘‘ইনডেমনিটি’’ নামে চরিত্রহরননকারী নাটকের নির্মাতাদের এহেন কর্মকাণ্ডে আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং এর সঙ্গে জড়িত কিংবা প্রচার করবেন জনগণ তাদের ক্ষমা করবেন না। নাটক রচয়িতাদের বলছি, বিএনপি নিরালম্ব নয়, অপপ্রচারকারী বিকৃতমনা সরকারের আনুকুল্য পাওয়া কতিপয় সাংস্কৃতিক কর্মীরাও জনগনের রোষ খেকে রেহাই পাবে না।’

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877