স্বদেশ ডেস্ক:
সীমিতসংখ্যক নাগরিককে সুযোগ দেয়ার মধ্য দিয়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে বন্ধ থাকা ওমরাহ হজ চালুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। শিগগরিই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মহামারী পরিস্থিতির হালনাগাদ পর্যালোচনা করে ক্রমান্বয়ে ওমরাহ হজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করা হবে। নির্দিষ্ট শর্তপূরণসাপেক্ষে নাগরিকদের প্রথমে ওমরাহ করার সুযোগ দেয়া হবে। করোনাভাইরাসমুক্ত থাকার সনদ সাথে থাকা বাধ্যতামূলক করা হবে। করোনাভাইরাস সতর্কতামূলক পদক্ষেপ ও প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনেই ওমরাহ চালু করা হবে। গাল্ফ নিউজ