স্বদেশ ডেস্ক:
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। ডিউটি শেষে বুধহাটা উপজেলা থেকে থানায় ফেরার পথে আজ বৃহস্পতিবার ভোরে আশাশুনির চাপড়া পুরাতন ইউনিয়ন পরিষদ অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাহ জামাল (৩৭)। তিনি শার্শা উপজেলার সুলতান আহমেদের ছেলে। শাহ জামাল সাতক্ষীরার আশাশুনি থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, উপ-পরিদর্শক শাহ জামাল রাতে ডিউটি শেষে বুধহাটা এলাকা থেকে থানায় ফিরেছিলেন। পথে ভোর রাত ৩টার দিকে চাপড়া পুরাতন ইউপি অফিস সংলগ্ন এলাকায় পৌছালে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বাঁশের গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় একটি বাঁশ তার পেটের ভেতর ঢুকে যায়। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।