বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জ্যাকসন হাইট্সে বাংলাদেশী গ্রোসারিতে ভয়াবহ অগ্নিকান্ড…!

জ্যাকসন হাইট্সে বাংলাদেশী গ্রোসারিতে ভয়াবহ অগ্নিকান্ড…!

স্বদেশ রিপোর্ট: নিউইয়র্কের মিনি বাংলাদেশ খ্যাত প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে ৪তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ভবনের ব্যপক ক্ষয়-ক্ষতি হয়। জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি ‘খামার বাড়ি’-তে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সহায়তায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। চারতলা ভবনটিতে ছিল বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। নীচতলায় ছিল বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারি খামার বাড়ি । ধারণা করা হচ্ছে ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ আগুনের সূত্রপাত। আগুন দেখে আশপাশের বাসিন্দাসহ পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। গ্রোসারিটি ২৪ ঘণ্টাই খোলা থাকতো। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ৫-৬ জন ক্রেতা খামার বাড়ি গ্রোসারীতে বাজার-করছিলেন। হঠাৎ কোল্ড ড্রিংকসের ফ্রিজের পেছন থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখে আতংগ্রস্ত হয়ে পড়ে দ্রুত গ্রোসারী থেকে বাইরে বেরিয়ে আসেন । মুহূর্তেই আগুন দোকানের সামনের দিকে ছড়িয়ে পড়ে দোকানের কর্মচারী ও ক্রেতারা এর আগেই নিরাপদে চলে যান এবং ফায়ার সার্ভিসে কল করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও গ্রোসারীর সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে। ফলে গ্রোসারী মালিকে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্রোসারী খামার বাড়ির অন্যতম পার্টনার হারুণ ভূইয়া জানান। তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা একপ্রকার সর্বস্বান্ত ! ব্যবসায় প্রতিষ্ঠানটির ইন্স্যুরেন্স থাকলেও যে পরিমাণ গ্রোসারী দোকানটিরি ক্ষয়ক্ষতি হয়েছে , সেই পরিমাণ ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানী ক্খনই দেবেন না বলে আশংকা প্রকাশ করেন। যেটা পাবেন, তা দিয়ে ব্যাবসা প্রতিষ্ঠানটির পুরো ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877