রবিবার, ১২ মে ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাঁচ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি আজ থেকে

পাঁচ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি আজ থেকে

স্বদেশ ডেস্ক:

শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আসনগুলো হলো- জাতীয় সংসদের ৫১ নওগাঁ-৬, ৬২ সিরাজগঞ্জ-০১, ৭১ পাবনা-০৪, ১৭৮ ঢাকা-০৫ ও ১৯১ ঢাকা-১৮। আজ সোমবার থেকে আগামী ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়া যাবে।

গতকাল বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য

সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম না করে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

সিরিজ বোমা হামলা দিবসে আ.লীগের কর্মসূচি একই সংবাদ বিজ্ঞপিতে সিরিজ বোমা হামলা দিবসের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে বলা হয়েছে- ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে জঙ্গি-সন্ত্রাসীগোষ্ঠী দেশের ৬৩টি জেলার ৫ শতাধিক স্থানে একযোগে সিরিজ বোমা হামলা পরিচালনা করে।

ঘৃণ্য ও নারকীয় বোমা হামলার এই দিনটিকে প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী দিবস’ হিসেবে পালন করবে। দিবসটি পালন উপলক্ষে সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় আলোচনাসভার আয়োজন করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877