স্বদেশ ডেস্ক:
বার্সেলোনার হয়ে শেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে সেই সৌভাগ্য হয়নি তার। এবার করোনার পর আবারও চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছে। যদিও আর লেগভিত্তিক নেই। আর খেলাও নিরপেক্ষ ভেন্যুতে।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল রয়েছে লিসবনে। আজ কোয়ার্টার ফাইনালে জিতে নেইমার চাইবেন সেমিফাইনালে উঠে যেতে। আর প্রতিপক্ষ ইতালির ক্লাব আটালান্টা। বুকে পাথরবেঁধে এসেছেন তারা। করোনা ভাইরাসে ছোট শহর বারগামোর ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ওই শহরের মানুষের মুখে হাসি ফোটাতে মরিয়া হয়ে আছেন তারা।
প্যারিস সেইন্ট জার্মেইয়ে ইনজুরি সমস্যা রয়েছে। নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে দায়িত্ব নিতে হবে। এখনই সময় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল বিদায় নিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসও নেই। বার্সেলোনা সব ম্যাচ জিতলে ফাইনালে দেখা হতে পারে। এই মুহূর্তে নেইমার বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। অন্যদিকে এমবাপ্পে বিশ্বকাপজয়ী ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য মরিয়া তিনিও।
ডি মারিয়া নিষিদ্ধ রয়েছেন। আবার জুনে চুক্তি শেষ হয়ে যাওয়ায় চলে গেছেন কাভানি। মার্কো ভেরাত্তির কাফ ইনজুরি রয়েছে। নেইমার ফিট রয়েছেন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের কোচ টুখেল বেশ আশাবাদী। চলতি মৌসুমে পিএসজি ৪টি শিরোপা জিতেছে। ফলে আত্মবিশ্বাসী তারা।
আটালান্টা বেশ চমক দেখিয়েছে। ইতালির লিগ সিরিএ-তে তারা ভালো খেলেছেন। তারা লিগে তৃতীয় ছিলেন। এবার চ্যাম্পিয়নস লিগে চমকে দিতে আসছেন তারা। ছোট সেই শহর বারগামোর মানুষের জন্য কিছু করতে চায় দলটি।