স্বদেশ ডেস্ক:
বাবা হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। রাজধানীর খিলক্ষেতে নিজ বাসায় আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন এই শিল্পী (ইন্না লিল্লাহি…রাজেউন)।
বাবার মৃত্যুর সময় স্বামী-সন্তানসহ ন্যানসি ময়মনসিংহে ছিলেন। খবর পেয়ে দ্রুত তারা ঢাকায় রওনা হন। দৈনিক আমাদের সময় অনলাইনকে ন্যানসি বলেন, ‘রাত থেকেই নাকি আব্বার শরীর খারাপ ছিল। বুকে ব্যথা ও কাশি ছিল। গতকালও আমরা কিছুই জানতাম না। সকালে আব্বার মৃত্যুর সংবাদ শুনে আমরা ঢাকায় রওনা হয়েছি। আমার সঙ্গে ছোট ভাই আছে। আর বড় ভাই ঢাকাতেই আছেন।’
ন্যানসি জানান, নেত্রকোনায় ন্যানসির মায়ের কবরের পাশে বাবাকে সমাহিত করার ইচ্ছে রয়েছে তাদের।
ন্যানসির বাবা নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থনিয়ন্ত্রক ছিলেন। চার বছর আগে অবসরে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি ঢাকার বাসাতেই বসবাস করছেন।