বুধবার, ১৫ মে ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

বিশ্বে করোনা সংক্রমণ ছাড়াল ২ কোটি

বিশ্বে করোনা সংক্রমণ ছাড়াল ২ কোটি

স্বদেশ ডেস্ক:

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিছুতেই নিয়ন্ত্রণে করা যাচ্ছে না এ মহামারি। এরই মধ্যে দুই কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন সারাবিশ্বে। সর্বমোট মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনাক্রান্ত হয়েছেন দুই কোটি ২৪ হাজার ২৬৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জনের। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ লাখ ৯২ হাজার ৩০ জন।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম গত বছরের ৩১ ডিসেম্বর করোনা মহামারি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্র। দেশটির সব অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লাখ। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। এই ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়া।
ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ৬১৭ জন।

তবে দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ২৩ লাখ ৬৯ হাজার ১২৬। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৭ হাজার ৮১২ জন।

সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২। এর মধ্যে মারা গেছেন এক লাখ এক হাজার ১৩৬ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন।

অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৩৭। এর মধ্যে মারা গেছেন ৪৪ হাজার ৪৬৬ জন। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩৪ হাজার ২৭৮ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৭ হাজার ৫৩৬। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৯৩১ জন। তবে আক্রান্তদের মধ্যে অধিকাংশই এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৯৩ হাজার ৪২২ জন।

এদিকে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৫৯ হাজার ৮৫৯। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৪০৮ জন। তবে দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ১১ হাজার ৪৭৪ জন।

এ ছাড়া মেক্সিকো, পেরু, কলম্বিয়া, চিলি, স্পেন, ইরান, যুক্তরাজ্য, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ, ইতালি, আর্জেন্টিনা, তুরস্ক, জার্মানি এবং ফ্রান্সেও সংক্রমণ বাড়ছে।

বাংলাদেশ আক্রান্তে ১৫তম অবস্থানে রয়েছে। সারাদেশে করোনাভাইরাসে তিন হাজার ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন। সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877