স্বদেশ ডেস্ক: রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান ও তার স্ত্রী জেলি রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ বেলা ১১টার দিকে জানানো হয়, রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১১৯ জন।
এ ছাড়া রংপুরে বিভাগে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৬০১ জনের। এর মধ্যে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৬ হাজার ৫৯৯ জন। মোট মৃত্যু হয়েছে ১১৪ জনের।