স্বদেশ ডেস্ক:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চার মাসের অন্তঃসত্ত্বা হালিমা খাতুনকে মারধর করার অভিযোগ উঠেছে পাশের বাড়ির ওমর ফারুকসহ চার-পাঁচজনের বিরুদ্ধে। গত বুধবার উপজেলার উত্তর গোপিনগর গ্রামে হালিমার গরুর বাছুর অন্যের ধানের বীজ খেয়ে ফেলায় তাকে মারধর করা হয়।
মারধরের চার দিন পর গতকাল সোমবার রাতে অন্তঃসত্ত্বা হালিমার চার মাসের একটি মৃত সন্তান প্রসব হয়।
এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে হালিমার স্বামী মোস্তফা কামাল বাদী হয়ে ওমর ফারুকসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার দুপুরে মোস্তফার একটি বাছুর ওমর ফারুকের ধানের বিজতলা নষ্ট করায় হালিমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। হালিমা এগিয়ে গেলে তাকে মারধর করা হয়।
এর চারদিন পর গতকাল সোমবার রাতে হালিমার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এদিন রাতেই হালিমার গর্ভে থাকা চার মাসের সন্তান মারা যায়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা নিয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।