স্পোর্টস ডেস্ক:
জুভেন্টাসে যোগ দেওয়ার পর ফ্রি-কিক থেকে গোলে খরা লেগেছিল ফুটবলের মহাতারকাদের মধ্য অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদের সেই চেনা রুপটাকে মাঠে নিয়ে আসতে পারছিলেন না। নতুন দলে এর আগে ৪২ বা ফ্রি কিক নিয়েছেন। গোল শূন্য ছিলেন ক্লাব ফুটবলের সেরা এই খেলোয়াড়।
অবেশেষে তুরিন ডার্বিতে তোরিনোর বিপক্ষে সেই খরা কেটেছে। ৪৩ তম ফ্রি কিকে গোল পেয়েছেন পর্তুগীজ সুপারস্টার। ম্যাচের ৬১ মিনিটে তোরিনোর বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় জুভেন্টাস। নাকলবল কিকে সেখান থেকেই সরাসরি জালে বল জড়িয়ে গোল করেন সিআর সেভেন।
২০১৭ সালে ক্লাব বিশ্বকাপের পর প্রথমবারের মতো ক্লাবের হয়ে ফ্রি-কিক থেকে গোল পেয়েছে তিনি।
৬১ মিনিটে করা রোনালদোর গোল জুভেন্টাসকে জয়ের পথে এগিয়ে দিয়েছিল। শেষ দিকে একটি আত্মঘাতী গোলে জুভেন্টাসের জয়ের পথটা সহজ করে দেয় তোরিনো। এ ম্যাচে জয় পেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে জুভেন্টাস।