স্বদেশ ডেস্খ:
মধ্য মেক্সিকোর একটি মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
উত্তর-মধ্য রাজ্য গুয়ানজুয়াতোর পুলিশ জানিয়েছে, ইরাপুয়াতো শহরে একটি অনিবন্ধিত মাদক নিরাময় কেন্দ্রে বুধবার এ ঘটনা ঘটে।
নিরাময় কেন্দ্রটির প্রায় সব বাসিন্দাকেই গুলি করেছে আক্রমণকারী। রাজ্য পুলিশ বলছে, কাউকে অপহরণ করা হয়নি।
সংগ্রহীত ছবিতে দেখা যায়, গুলি করার সময় বাসিন্দারা শুয়ে ছিল।
জালিস্কো কার্টেল এবং স্থানীয় গ্যাংয়ের মধ্যে রক্তাক্ত যুদ্ধের পর গুয়ানজুয়াতো মেক্সিকোর মধ্যে সবচেয়ে সহিংস রাজ্য হয়ে উঠেছে।
বিষয়টি এখনো পরিষ্কার না হলেও রাজ্য গভর্নর বলছেন, এ ঘটনা মাদক গ্যাংগুলো ঘটাতে পারে।
সূত্র : এপি