বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

মম’র ‘গল্প নয়’

মম’র ‘গল্প নয়’

স্বদেশ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির গল্পকে কেন্দ্র করে নির্মিত নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নাম ‘গল্প নয়’। যৌথভাবে এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ফারিয়া হোসেন ও চয়নিকা চৌধুরী। আর পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটি নির্মাতার ৪০০তম নাটক। এতে মমর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

মম বলেন, ‘চলমান দুঃসময়ের কিছু ঘটনা নিয়ে নাটকের গল্প গড়ে উঠেছে। এ ধরনের গল্পে আগে কখনো কাজ করা হয়নি। নাটকে আমি অভিনয় করেছি রূপার চরিত্রে। যে কি-না আনিসুর রহমান মিলনের স্ত্রী। মিলন অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে সে করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। আশা করি, সমকালীন এই গল্প দর্শকদের ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘নাটকে করোনা নিয়ে সচেতনতার বার্তা রয়েছে। আমরা সবাই যে যার বাসায় থেকে এর শুটিং করেছি।’

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ‘গল্প নয়’ নাটকে মিলন ও মম’র পাশাপাশি আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মিলি বাশার, মাসুম বাশার ও আবুল হায়াত। আগামী ৩ জুলাই এনটিভির বর্ষপূর্তির অনুষ্ঠানমালায় এটি প্রচার হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877