রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

অবশেষে মুখ খুললেন চিত্রনায়িকা পপি

অবশেষে মুখ খুললেন চিত্রনায়িকা পপি

স্বদেশ ডেস্ক:

দীর্ঘদিন আড়ালে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি খবরের শিরোনাম হয়েছেন অভিযুক্ত হয়ে। প্রকাশ্যে এসেছে নায়িকার গোপন বিয়ে ও সন্তানের খবরও। যা নিয়ে গতকাল মঙ্গলবার থেকেই তুমুল আলোচনা-সমালোচনা চলছে শোবিজ আর নেটদুনিয়ায়। নায়িকার মা-বোনের তথ্যমতে, পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে গোপনে বিয়ে করেছেন পপি। সেই সংসারে আছে চার বছরের একটি ছেলে সন্তানও। নাম আয়াত।

এদিকে নায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন তার মা (মরিয়ম বেগম মেরি) ও ভাইবোনেরা। বাবার (আমির হোসেন) রেখে যাওয়া খুলনায় ৬ কাঠা জমি একাই দখল করতে চান পপি- এমন অভিযোগ তাদের। ইতোমধ্যেই পপি ও তার স্বামীর বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন।

অভিযোগ করা হয়, পপি তার বাবার জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাইবোনকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি।

তিনি জানান, খুলনার শিববাড়ির জমিদার বাড়ির পাশেই স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি। ঢাকা ও খুলনায় যাওয়া-আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা। পপির মা যে বাসাটিতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজ নামে করে নিয়েছেন এই চিত্রনায়িকা। আর তার বাবার ১১ কাঠা জমির মধ্যে অনেক আগেই ৫ কাঠা জমি লিখে নেন পপি। এখন বাকি ৬ কাঠা জমির জন্য ভাইবোনের (২ ভাই ও ৩ বোন) ও মাকে হুমকি দিয়ে যাচ্ছেন পপি ও তার স্বামী।

অবশেষে মা ও ভাইবোনদের এসব অভিযোগ নিয়ে কথা বলেছেন পপি। জানিয়েছেন, সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।নায়িকার কথায়, ‘আমি কেন জমি দখল করতে যাব। আমি কি একবারও বলেছি, আমি ওই জমি নেব বা আমার লাগবে। ৯৫ সাল থেকে আমার বাবা কিন্তু ইনকাম করে ওদের (মা ও ভাইবোনকে) চালায়নি। আমি চালিয়েছি আমার পরিবারকে।’

পপি আরও বলেন, ‘আমার বাবার কাছ থেকে আমি ৬ কাঠা জমি কিনেছি। আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে। আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জমি এখনো আমি ভোগদখল করতে পারিনি এদের অত্যাচারে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877