স্বদেশ ডেস্ক:
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল গফ্ফার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার সকালে তিনি জ্বর, সর্দি, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যার দিকে ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তার শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও বুকে ব্যাথা অনুভব করছিলেন সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার। গত ২/৩ দিন থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাক্তার সালাহ্ উদ্দিনের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।’
ডা. আনোয়ার হোসেন আরও বলেন, ‘সোমবার সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকার আনোয়ার খাঁন মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তার শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।’