স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের করোনা দুর্গতদের সাহায্য করতে গিয়ে এখন নিজেই আক্রান্ত শহীদ আফ্রিদি। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটারের কভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নাড়িয়ে দিয়েছে তার ভক্তকূলকে। বাংলাদেশের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমেরও খারাপ লাগছে খবরটা শুনে। সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদির জন্য দোয়া চেয়েছেন তিনি।
বিপিএল খেলার সুবাদে বাংলাদেশে নিয়মিত যাতায়াত আফ্রিদির। ফলে মুশফিকের সঙ্গে সম্পর্কটা বেশ ভালো তার। মানবহিতৈষী কাজে কিছুদিন আগে মুশফিকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আফ্রিদি। দেশের করোনা আক্রান্তদের সাহায্য করার নিয়্যতে নিজের ইতিহাস গড়া ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিক। সেটি ১৭ লাখ টাকায় কিনে নেন আফ্রিদি।
আফ্রিদি করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই মর্মাহত মুশফিক। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ভাই, তোমার এমন খবর শুনে সত্যিই আমার খুব খারাপ লাগছে। আল্লাহ তোমাকে শেফা দিন। প্লিজ, আমার ভাইয়ের জন্য দোয়া করুন। তার কভিড-১৯ পজিটিভ। ইনশা আল্লাহ, তুমি ঠিক হয়ে যাবে।’