মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
স্বরূপকাঠিতে দিশারীর উদ্দোগে করোনা ভাইরাস প্রতিরোধে ত্রাণ সামগ্রী বিতরণ

স্বরূপকাঠিতে দিশারীর উদ্দোগে করোনা ভাইরাস প্রতিরোধে ত্রাণ সামগ্রী বিতরণ

নিয়াজ মোর্শেদ , পিরোজপুর
” করোনার আতঙ্কে ভয় নয় বরং সকলের উদ্দোগে সচেতনার মাধ্যমে   বাচতে চাই ” আর এ শ্লোগানকে সামনে রেখে স্বরূপকাঠী পৌর সভার মধ্যে  দিশারী ক্ষুদ্র ব্যবসা সমবায় সমিতি লিমিটেড এর  মহানুভবতার  নজির স্থাপন করেন। সরকারের পাশাপাশি স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন সমাজ সেবা মূলক দিশারীর মত বহু এন জি ও     প্রতিষ্ঠান  ও পিপলস কেয়ার   ফাউন্ডেশনও  মানব সেবায় এগিয়ে আসেন। সোমবার সকাল দশটার সময়ে স্বরূপকাঠি পৌরসভার দিশারী ক্ষুদ্র ব্যবসা সমবায় সমিতি লিমিটেড এর উদ্দোগে প্রায় ৩০০ শত পরিবারকে চাল, ডাল, তেল, লবন, আলু ও সাবান প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন  নেছারাবাদ থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্য নীতি অবলম্বন করে সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ শুরু করেন। পরিপাটি পরিবেশ বজায় রেখে চমৎকার আঙ্গিকে প্রধান অতিথি ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আমি দারুণ মুগ্ধ হয়েছি সরকারের পাশাপাশি দিশারী ক্ষুদ্র ব্যবসা সমবায় সমিতির   ত্রাণ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে এসে। কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্য নীতি মেনে চলে কার্যক্রম পরিচালনা করে দিশারী। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুর রহমান স্যার উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম  সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তারা উপস্থিত থেকে সমগ্র মানব সেবার কল্যানে। এদিকে সুশীল সমাজের জনপ্রিয় সাবেক অবসর প্রাপ্ত প্রাইমারী  শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান  ও স্থানীয় আওয়ামী লীগের নেতা   মোঃ মিজানুর রহমান চান্দু প্রমুখ।
 এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান মোঃ রফিকুল ইসলাম জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আসলে করোনা ভাইরাস আতঙ্কে সমগ্র দেশ মহা বিপাকে। পাশাপাশি সরকারের চমৎকার উদ্দোগে সমগ্র দেশের মধ্যে লক ডাউন কার্যক্রম শুরু করেন। আর একারনে দেশের বেশির ভাগ অসহায় মানুষগুলো বেশ বিপাকে পড়েন। সরকারের সুদৃষ্টি দিয়ে   সাদ্যমতন ত্রাণ সামগ্রী বিতরণের  উদ্দোগ নেয়। পাশাপাশি দেশের চরম সংকট মুহূর্তে আমার প্রতিষ্ঠান স্বরূপকাঠি পৌরসভার মধ্যে দিশারী ক্ষুদ্র ব্যবসা সমবায় সমিতির পক্ষে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করি। আমরা প্রায় ৩০০ টি পরিবারের জন্য চাল, ডাল, আলু, তৈল, লবন  ও সাবান প্রদান করি। মিডিয়ার আর প্রশ্নে বলেন, দেশের মানুষের জন্য আমাদের আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আমাদের আছে। আসলে ভালো কাজ করি বিদায়  স্বল্প সময়ের মধ্যে উপজেলার মধ্যে  দিশারী  ক্ষুদ্র ব্যবসা সমবায় সমিতির   শ্রেষ্ঠ সংগঠন হিসাবে   স্বীকৃতি পাই। আজ ভালো লাগছে দেশের মানুষের জন্য কিছু করতে পারছি।                                                                        এদিকে মানব কল্যানে করোনা  ভাইরাস প্রতিরোধে ত্রাণ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে জেলার বহ গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। চমৎকার  পরিপাটি পরিবেশের মধ্যে  সমগ্র আয়োজন উপস্থিত সকলকেই মুগ্ধ করে। সর্বশেষ  পর্যায়ে পৌরসভার অসহায় মানুষগুলো ত্রাণ সামগ্রী পেয়ে বেজায় খুশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877