স্বদেশ ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনার একটি ঘটেছে শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভান্ডাব এলাকায়। আর স্কুলছাত্র নিহত হয়েছে সকাল ৯টায় উপজেলার কৈয়াদী বাজারের পাশে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভান্ডাব এলাকায় শুক্রবার ভোররাতে জামালপুর ফেরত ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বালুবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক জামালপুর জেলার জামাল উদ্দিন (৪০) ও একই এলাকার হেলপার শাকিল আহমেদ (২৫) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।
অপরদিকে শুক্রবার সকাল ৯টার সময় উপজেলার কৈয়াদী গ্রামের সৌদি প্রবাসী রুস্তম আলীর ছেলে স্কুলছাত্র শাহিন (১৪) মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে কৈয়াদী বাজারে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়।